Wellcome to National Portal

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, আত্রাই, নওগাঁর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

"হাউজহোল্ড লাইভস্টক সার্ভে-২০২৪" (প্রাণিসম্পদ শুমারী)

                      আগামী ২০শে ফেব্রুয়ারী/২৪ - ২১ই মার্চ/২৪ পর্যন্ত চার সপ্তাহ ব্যাপী সারা দেশের সাথে একযোগে আত্রাই উপজেলার ৮ টি ইউনিয়নে "হাউজহোল্ড লাইভস্টক সার্ভে-২০২৪" (প্রাণিসম্পদ শুমারী) অনুষ্ঠিত হবে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, আত্রাই , নওগাঁ এর প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাঠ পর্যায়ে নিযুক্ত লাইভস্টক সার্ভিস প্রোভাইডার ( LSP) এবং প্রাণিসম্পদ মাঠ সহকারিগণ (LFA) আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে প্রাণিসম্পদের যাবতীয় তথ্য সংগ্রহ করবেন এবং দপ্তর থেকে সরবরাহকৃত ট্যাবে নির্দিষ্ট সফটওয়্যারে আপলোড দিবেন। অবগতির জন্য জানাচ্ছি, প্রাণিসম্পদ অধিদপ্তরের ডাটা সংগ্রহের মেথডলজি ও ফরমেট ফাইনাল করার মিটিংএ বিবিএস( Bangladesh Bureau of Statistics) এর উপযুক্ত প্রতিনিধি উপস্থিত ছিলেন। সার্ভে অনুমোদনসহ মেথডোলজি, ফরমেট অনুমোদনের জন্য সম্মানিত ডিজি, ডিএলএস স্যার এর মাধ্যমে পত্র ডিজি, বিবিএস বরাবরে প্রেরণ করা হয়েছে। আশাকরি সব অথেনটিক ও রেফারেন্স করার উপযুক্ত সার্ভে হবে। কাজটি অনেক কষ্টসাধ্য, আপনারা সকলেই তথ্য দিয়ে সাহায্য করবেন এবং "স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ" বিনির্মাণে সহযোগিতা করবেন।


পিপিআর রোগ নির্মূল কার্যক্রম-২০২৩


 

হাট-বাজারে প্রাণি স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে আসন্ন ঈদ-উল-আযহা/২০২৩ খ্রিঃ  উপলক্ষে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, আত্রাই, নওগাঁ এর ওয়েব পোর্টাল  সংক্রান্ত যেকোন তথ্য, অভিযোগ ও পরামর্শের জন্য যোগাযোগ করুন,    সনদ কুমার দাস, উপসহকারী প্রাণিসম্পদ অফিসার(এ.আই), মোবাইল নংঃ ০১৭৮৬-৭৫৫২৯১, Email: sonoddassalo@gmail.com